নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যে গত লোকসভা ভোটে শাসক দলের ভালো ফল না হওয়ায় সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে এবং পুরনো নেতা কর্মীদের আবার পুনরায় দলে টানতে বারে বারে বিভিন্ন জেলাগুলিতে বৈঠক করছে শাসকদল,অপর দিকে বিরোধী বিজেপির রাজ্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি হতেই দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলাগুলিতে,গত লোকসভায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে ৬০০০ ভোট লিড দিয়েছিল।
সেই কারণেই গড়বেতায় তৃণমূল বিজেপির সংঘর্ষ মাঝেমধ্যেই লক্ষ্য করা যায়।উল্লেখ্য গত কয়েক দিন আগে বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাশের নেতৃত্বে চমকাইতলায় এক দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন জেলা নেতৃত্ব সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী তাদের উপর চড়াও হয় এবং মারধর করা হয় সাথে গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে,এর পরেই শুক্রবার গড়বেতায় বন্ধের ডাক দেয় বিজেপি।
আরও পড়ুন: কাটমানি ফেরতের দাবিতে পোস্টার পড়লো কাউন্সিলরের বিরুদ্ধে
এর পরেই অভিযোগ বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে,তারই প্রতিবাদে শনিবার প্রতিবাদ মিছিল করল তৃণমূল,মিছিলের শেষে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন যে, সব তৃণমূল কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাদেরকে পুনরায় নিজের দলে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছেন,তবে আজ এই প্রতিবাদ মিছিলে ব্লক নেতৃত্বের তেমন ছবি ধরা পড়েনি|
সেই সাপেক্ষে অজিতবাবু বলেন যে সব নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে,অন্য দিকে আগামী দিনে চমকাইতলায় মিছিল করবে বলে জানান অজিত মাইতি,এ দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী সহ একাধিক ব্লক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584