বাইকের ধাক্কায় গুরুতর আহত কোচবিহার তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি

0
92

মনিরুল হক,কোচবিহারঃ

the tmc youth president serious injury for bike accident
চিকিৎসাধীন নরেন দত্ত।নিজস্ব চিত্র

পথ দুর্ঘটনায় আহত হলেন তৃনমুল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন দত্ত। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরে পচাগড় এলাকায়। জানা গেছে, এদিন সন্ধ্যায় মাথাভাঙ্গা শহরে একটি দলীয় সভা থেকে বাড়ি ফেরার পথে টি এম সিপির কোচবিহার জেলা সভাপতি নরেন দত্ত পচাগড় এলাকায় দাঁড়িয়ে ছিল।সেই সময় শীতলখুচির রাস্তার থেকে একটি বাইক সজোরে এসে ধাক্কা মারে।

এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই স্থানীয় এলার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তারপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। তার পায়ে বুকে আঘাত লেগেছে।

আরও পড়ুন: কন্যার বিবাহের নিমন্ত্রণে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু পিতার

এদিকে অপর বাইক চালক সঞ্জয় সরকারের শরীরেও আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকেও কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, আহত ওই যুবকের বাড়ি মাথাভাঙ্গার ভবের হাটে। এদিকে ওই এলাকায় এই পথ দুর্ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।
মাথাভাঙ্গা কলেজের ছাত্রছাত্রী সংসদের জিএস বলেন, এদিন মাথাভাঙ্গা শহরে একটি দলীয় সভা ছিল সেখানে টি এম সি পির জেলা সভাপতি নরেন দত্ত উপস্থিত ছিলেন।সেই সভা থেকে বাড়ি ফেরার পথে পচাগড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় শীতল খুচি এলাকা থেকে একটি বাইক সজোরে এসে তাঁকে ধাক্কা মারে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।অবস্থায় আশঙ্কা জন হওয়ায় তাঁকে কোচবিহারে রেফার করা হয়েছে বলে তিনি জানান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here