রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্ভুক্ত কিরীটেশ্বরী মন্দির। ৫১ সতীপীঠের একটি পীঠ হচ্ছে এই কিরীটেশ্বরী মন্দির। প্রায় হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীন ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এটি।
প্রতি বছর লক্ষাধিক মানুষ মাতৃ আরাধনায় আসেন এই মন্দিরে। মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে সরকারি খাতে জেলা পরিষদের আওতায় এই ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের নব রূপায়ন করার ব্যবস্থা নেওয়া হলো।
মন্দির প্রাঙ্গনের কাছাকাছি আগত দর্শনার্থীরা যাতে নির্দ্বিধায় যেতে পারেন তার জন্য অতিথি আবাস, শৌচাগার উদ্বোধন করা হলো। সেই সঙ্গে আগামী দিনে প্রাকৃতিক উদ্যান, প্রাঙ্গন প্রাচীর এই সমস্ত কিছু নির্মাণ কার্য শুরু হবে। এমনকি নবগ্রামের রাস্তার যে কাজ শুরু হয়েছে মাসখানেক আগে, খুব শীঘ্রই তা সম্পূর্ণ করা হবে।
আরও পড়ুনঃ স্কুল উদ্বোধনে সুতিতে আজাহার
এ দিন অতিথি আবাস, শৌচাগার উদ্বোধন উদ্বোধন করলেন এডিএম জেলা পরিষদ সুদীপ্ত পোড়েল। সঙ্গে ছিলেন এসডিও তোপদেন লামা, বিধায়ক কানাই মন্ডল, গ্রাম পঞ্চায়েত প্রধান ও কর্মীরা।
সুদীপ্ত পোড়েল জানালেন, আগামী দিনে এই ঐতিহাসিক কেন্দ্রটি বড় পর্যটন কেন্দ্র হিসেবে গণ্য হবে। তার জন্য সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনে আরও ভাল ভাবে সুসজ্জিত করা হবে এই কিরীটেশ্বরী মন্দির লাগোয়া স্থানটিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584