নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনার জেরে আবার উঠে এল চন্দ্রকোণা খেঁজুরডাঙার নাম,পথ অবরোধ করে চলল বিক্ষোভ।রবিবার বিকেলে আবারও একটি পথ দুর্ঘটনায় চন্দ্রকোণার খেঁজুরডাঙার নাম উঠে এল সংবাদ মাধ্যমে। কিছুদিন আগেই এই জয়ন্তীপুর খেঁজুরডাঙায় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ যায় পাঁচ জনের।রবিবার এক মারুতির ধাক্কায় আহত হন এক পথচারী।
পথচারী গুরুতর আহত না হলেও স্থানীয়রা জানান ওই এলাকায় নিয়মিত দুর্ঘটনা লেগেই আছে।কিন্তু ভ্রুক্ষেপ নাই যাত্রী সুরক্ষার। প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এদিন এলাকাবাসীরা ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়ক অবরোধ করে। তাদের দাবি অবিলম্বে ওই দুর্ঘটনা প্রবন এলাকা চিহ্নিত করে রাস্তায় স্পিড ব্রেকার লাগাতে হবে।
পথ অবরোধের ফলে ওই সড়কের সমস্ত যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় অবরোধকারীরা।পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে।
আরও পড়ুন: যাত্রা উৎসব ঘিরে উদ্দীপনা মোহিনীগঞ্জে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584