মনসা পুজো উপলক্ষ্যে গাছমেলা পূর্বস্থলীতে

0
191

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

প্রায় ৪০০ বছরের অধিক সময় কাল ধরে পূর্বস্থলী থানার ভান্ডারটিকুরি মনসা পূজো উপলক্ষ্যে গাছ মেলা হয়ে আসছে।রবিবার সকাল থেকেই মনসা পুজো দিতে দলে দলে ভক্তদের ভিড় ছিল এবং ভান্ডারটিকুরি রেল স্টেশন চত্বর থেকে শুরু করে বিশাল এলাকায় গাছের মেলা বসেছিল।

নিজস্ব চিত্র

এই গাছ মেলা উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে জনসংযোগ বাড়াতে এবং পুণ্যার্থী ও দর্শনার্থীদের সহযোগিতা করতে ক্যাম্প করেছিল।

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও গাছ মেলায় জল দান করার জন্য একটি শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ৩৫ নম্বর মণ্ডল কমিটির সভাপতি বিধান ঘোষ রবীন্দ্রনাথ নাথ,বিষ্ণু লাল দেবনাথ,নিত্য গোপাল দেবনাথ ,ধনঞ্জয় দেবনাথ সহ অনেকে।

এছাড়াও দর্শনার্থীদের সহযোগিতার জন্য ক্যাম্প খুলেছিল তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এ তরফ থেকেও।তৃণমূলের জেলা পরিষদের সদস্য বিপুল দাস জানিয়েছেন যে প্রতি বছরের মতো এ বছর আমরা এই মেলায় আসা দর্শনার্থীদের সমস্ত রকম সহযোগিতা করে থাকি এর ফলে একটা জনসংযোগ তৈরি হয় নতুন ভাবে।

আরও পড়ুনঃ দেবী মনসার পুজো ও তার ইতিহাস

এই মেলায় নানান ধরনের গাছের সামগ্রী নিয়ে বসেন স্থানীয় নার্সারি ব্যবসায়ীরা।কাঠের জিনিস পাওয়া যায় এই মেলায়।মেলাকে কেন্দ্র করে ট্রেনে ভিড় হয়।ভিড় সামাল দিতে রেল পুলিশদের ও হিমশিম খেতে হয় বলে জানা গিয়েছে।

মেলায় জাতে কোন রকম শান্তি বিঘ্নিত না হয় তার জন্য পূর্বস্থলী থানার পুলিশ ব্যাপক নজরদারি সহ দর্শনার্থীদের সাহায্য করতে মোতায়েন রয়েছে জানিয়েছেন পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র।

মনসা পুজো ঘিরে গাছ মেলা এর কারণ হচ্ছে এই পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অধিকাংশ কৃষক এখন নার্সারি তৈরি করে বিকল্প জীবন জীবিকার সন্ধান খুঁজে পাচ্ছে।তাই পুজো ঘিরে তা তাদের নার্সারীর বিভিন্ন ধরনের নামি দামি গাছ বিক্রি হয় এই মেলায়।তাই এলাকার মানুষের কাছে পরিচিতি মনসা পূজো মানে গাছমেলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here