আনন্দপুরে যোগ দিবস উদযাপনে বৃক্ষরোপণ

0
100

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

the tree Plantation on world yoga day
নিজস্ব চিত্র

নানাবিধ কর্মসূচির মধ‍্য দিয়ে সাড়াজাগানো ও আকর্ষণীয় যোগ দিবসের অনুষ্ঠান হলো আনন্দপুরে।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে।

the tree Plantation on world yoga day
নিজস্ব চিত্র

“সুস্থ শরীর,সুস্থ মন, সুস্থ চেতনা ও সুস্থ পরিবেশ ” গড়ে তোলার লক্ষ্যে আনন্দপুর উদয় সংঘ যোগ ব্যায়াম শিক্ষা নিকেতনে’র উদ্যোগে এদিন সকালে অনুষ্ঠিত হয় যোগ ব্যায়াম প্রদর্শনী, যোগনৃত্য পরিবেশন, বৃক্ষরোপণ ও মহাপুরুষদের মূর্তিতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

the tree Plantation on world yoga day
নিজস্ব চিত্র

এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশপ্রেমী মানুষজন। গ্রাম বাংলার কিশোর – কিশোরীদের মধ্যে যেভাবে মোবাইল, ইন্টারনেট,ভিডিও গেম ও বোকাবাক্সের দাপট যেভাবে বাড়াছে তাতে হারিয়ে যাচ্ছে খেলার সময়,খেলার মাঠ।এর থেকে শিশু কিশোর দের কিছুটা মুক্তি দিতে এই উদ্যোগ বলে, উদয় সংঘের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুনঃ স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত যোগ দিবস

the tree Plantation on world yoga day
নিজস্ব চিত্র
the tree Plantation on world yoga day
নিজস্ব চিত্র

এই উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি আনন্দপুর বাজার এলাকায় পরিক্রমা করে।শোভাযাত্রা চলতে চলতেই রাস্তায় বিভিন্ন যায়গায় চলতে থাকে যোগব্যায়াম ও যোগনৃত‍্য প্রদর্শনী।

the tree Plantation on world yoga day
নিজস্ব চিত্র

পদযাত্রায় অংশ নেন আনন্দপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি,প্রাক্তন প্রধান দেবাশিস রায় ও প্রসন্ন কুমার পাল ও প্রশিক্ষক শোভন কুমার গোস্বামী, শিক্ষক সঞ্জয়সখা চাবরীসহ অন‍্যান‍্য বিশিষ্ট জনেরা।

উদ্যোক্তাদের পক্ষে শোভন কুমার গোস্বামী বলেন “সারা দেশেই আজকে যোগ ব্যায়াম শিক্ষা বিজ্ঞানসম্মত ভাবে স্বীকৃত।

বিদ্যালয় শিক্ষায় এই যোগব্যায়াম শিক্ষার অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক সঞ্জয়সখা চাবরী বলেন,বিশ্ব উষ্ণায়নের দাপটে বেড়ে চলা উষ্ণতা রোধে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তাই পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।সামগ্রিক ভাবে এই উদ‍্যোগ পথচলতি মানুষ ও সমবেত দর্শকদের প্রশংসিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here