সুদীপ পাল,বর্ধমানঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অবৈধ বালি খাদান এবং ওভারলোড বালি পরিবহন বন্ধে কড়া ব্যবস্থা নিতে হবে স্থানীয় প্রশাসনকে। বাস্তবে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলায় ওভারলোড বালি বোঝাই ট্রাক ও লরির দাপট বেড়েই চলেছে। তারই ফলে দেখা গেল অতিরিক্ত বালি বোঝাই ট্রাক গুঁড়িয়ে দিল পথের ধারে থাকা চারটি কাঁচা বাড়ি।
রায়না-জামালপুর রোড়ে বিষহরি পুল সংলগ্ন কানঘোঁসা এলাকায় ঘটনাটি ঘটেছে। বাড়ির বেশিরভাগ বাসিন্দারা ক্ষেতমজুরির কাজে চলে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যান।কিন্তু আহত হয়েছেন ঘুমিয়ে থাকা ১৬ বছর বয়সী বুদ্ধেশ্বর কিস্কু নামে এক কিশোর।কোনরকমে কিশোরকে উদ্ধার করে জামালাপুর ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাঠ বোঝাই ট্রাক,আহত ১
স্থানীয়রা বলছেন,বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে এর আগেও অনেকবার অভিযোগ করা হয়েছিল।কিন্তু কোনোরকম সর্তকতা নেওয়া হয়নি।এই ঘটনা যদি রাতের ঘটতো তাহলে পরিবারের সবাই মারা যেত।যেহেতু দিনের বেলায় ঘটেছে এবং বাড়ির সবাই কাজে গিয়েছিলেন তাই প্রাণে বেঁচেছে বাড়ির সদস্যরা। ওভারলোড বালিবোঝাই ট্রাকটি যেভাবে তাঁদের বাড়ি ভেঙে ঢুকে পড়েছে তাতে মৃত্যু নিশ্চিত ছিল।
ট্রাকের চালক ও খালাসীকে ধরে মারধোরে উদ্যত হলে জামালপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584