নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিশেষ তদন্তে নেমে একটি খুনের ঘটনার কিনারা করল কোতওয়ালী পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গত ২১ শে মার্চ দুপুরে মেদিনীপুর শহরের সিপাই বাজারের বাসিন্দা মীর হেকারত (৫৮) বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি।এরপর পরিবার গত ২৩ মার্চ কোতওয়ালী থানায় অভিযোগ দায়ের করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ শালবনী থানা এলাকা থেকে তিন জন ও কোতওয়ালী থানা এলাকা থেকে এক মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের জেরায় তারা স্বীকার করে তারা ঐ ব্যক্তিকে খুন করে অন্যত্র পুঁতে ফেলেছে।
আরও পড়ুনঃ কুশমণ্ডিতে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
ধৃতদের বর্ণনা অনুযায়ী পুলিশ আজ গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া জঙ্গল থেকে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান জায়গা জমি নিয়ে বিবাদের জেরে এই খুন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584