পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ঘেষা এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাটোল গ্রামে। সীমান্তে প্রহরায় থাকা বিএসএফ জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছ বিক্রি নিয়ে একাধিক অভিযোগ সুন্দরবনবাসীর
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ভাটোল। সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা সকালে সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে।
মৃত ব্যক্তির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি বিএসএফ জওয়ান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকার বাসিন্দারা কেউই মৃতদেহটি সনাক্ত করতে পারেননি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584