বিসর্জনে গতি আনতে ক্রেনের ব্যবহার নদী ঘাটগুলিতে

0
50

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বাঙালীদের সবচেয়ে বড় পার্বণ হিসেবে চিহ্নিত দুর্গা পুজো এবছরের মতো শেষ।গতকাল থেকেই শুরু হেয়ছে বিসর্জনের পালা।পশ্চিম মেদিনীপুর জেলাতেও একই ছবি।জেলার সমস্ত ঘাটেই গতকাল থেকেই শুরু হয়েছে বিসর্জন।মেদিনীপুর শহরের নদীঘাট গুলিতেও একই ছবি।কাঁসাই নদীর উপর থাকা গান্ধীঘাট ও ডি এ ভি ঘাটে বিসর্জনের চাপ থাকে বেশি।আর তাই এই দুটি ঘাটে মেদিনীপুর পুরসভার তরফ থেকে স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে আলো,জেনারেটার, শেড,নৌকা প্রভৃতি। পাশাপাশি বিসর্জনের গতি আনতে ব্যাবস্থা করা হয়েছে ক্রেনের।দুটি ঘাটে দুটি ক্রেন রাখা হয়েছে পুরসভার তরফ থেকে।এর মধ্যে একটি পুরসভার নিজস্ব এবং অপরটি ভাড়ায় আনা।

নিজস্ব চিত্র

এই ক্রেনে করে বিসর্জনের জন্য কোন খরচ করতে হবে না পুজো উদ্যোক্তাদের।তবে এই ক্রেন থাকায় বিসর্জনের কাজ অনেক ঝুকিমুক্ত ও তাড়াতাড়ি সম্ভব হচ্ছে বলে মত পুজো উদ্যোক্তাদের।এ বিষয়ে মেদিনীপুর পুরসভার কাউন্সিলার নির্মাল্য চক্রবর্ত্তী বলেন, “শহরবাসী তথা পুজো উদ্যোক্তাদের বিসর্জনের সময় যাতে কোন সমস্যা না হয়,তার জন্য শহরের দুটি নদী ঘাটেই পুরসভার তরফ থেকে সব ধরণের ব্যাবস্থা করা হয়েছে।” এর ফলে খুশি উদ্যোক্তারাও।

আরও পড়ুনঃ কেশপুরের চকমসুরে পুজোয় কুইজ প্রতিযোগিতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here