সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
পূর্ণিমার কোটালের জলে নদী বাঁধ ভেঙে প্লাবিত বেশ কিছু এলাকা।ঘটনাটি গঙ্গাসাগর দ্বীপের। গঙ্গাসাগরের বোটখালি,বেগুয়াখালি,শিবপুর সহ বেশ কিছু এলাকায় পূর্ণিমা কোটালের সময় নদী বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে চাষের ক্ষতি হয়।
পাশাপাশি বসতি এলাকাতেও জল ঢুকে পড়ে।ঘর ছাড়া হয়েছেন অনেক মানুষ।নামখানা মৌশুমী দ্বীপ এলাকাতে জল ঢোকে।
সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।ভোটের মুখে নেতাদের প্রতিশ্রুতি থাকলেও,ক্ষতির মুখে পরা দ্বীপবাসির পাশে দাঁড়াননি কেউ।
আরও পড়ুনঃ বৃষ্টি শেষে হঠাৎ হড়কা বান
এলাকাবাসী জানান, প্রতিশ্রুতি ছিল নদী বাঁধ মেরামতের জন্য।ভোট শেষ হয়ে গেলে সব ভুলে যান নেতারা,নদী বাঁধ মেরামতের কথা কারোর মনে পড়ে না।তাদের দাবি স্থায়ী ভাবে নদীর বাঁধ তৈরী করতে হবে।অসময়ে বন্যায় বেশ কিছু অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584