নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
জল!জলের অপর নাম জীবন।জল পিপাসায় দিনে গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও,উপায় নেই? কিন্তু কেনো….! কারন জল আনতে প্রায় দুই কিলোমিটার ছুটে যাওয়ায় যেন অসম্ভব হয়ে যায়।জলকষ্টের এমনি ছবি ধরা পড়ল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া খাস বস্তিতে।
পানীয় জলের তীব্র সঙ্কট আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া খাস বস্তি এলাকাবাসীরা।এই সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরে।এলাকায় একটি মাত্র চাপা কল রয়েছে।এই কলটি এলাকার বাসিন্দাদের পানীয় জলের একমাত্র উৎস কিন্ত এই চাপা কলের জলেও রয়েছে আয়রন।
লক্ষ্মী ছেত্রী,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্রপরিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা।এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘ বহু বছর ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। বারংবার বিভিন্ন সরকারি দফতরে আবেদন নিবেদন করেও কিন্ত সমস্যা সমাধান হয়নি। এলাকার বাসিন্দারা আরো জানান, এই জল পান করে তাদের বিভিন্ন রোগ হচ্ছে যেমন পেটের সমস্যা হচ্ছে,চর্ম রোগ হচ্ছে।তাদের দাবি সরকার থেকে গাঙ্গুটিয়া খাস বস্তি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হোক।
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের সদস্য গণেশ মাহালি জানান ,”যে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে আমরা পরিদর্শন করে আধিকারিকদের সাথে আলোচনা করে, ওই সমস্ত এলাকার সমস্যা খুব শীঘ্রই সমাধান করা হবে।” তিনি জানান ইতিমধ্যে অনেক এলাকার সমস্যা ইতিমধ্যে সমাধান করে দেওয়া হয়েছে ।তবে জলের সমস্যা উত্তরে যে মাথা চাড়া দিচ্ছে এটা চিন্তার বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584