বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙ বিবাহের আয়োজন

0
58

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনাঃ

weeding of frog | newsfront.co
নিজস্ব চিত্র

ব‍্যাঙের বিয়েতেই আসবে বৃষ্টি। সেই আশায় দক্ষিন সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া আমন চাষিরা। আকাশের মুখ চেয়ে আবালবৃদ্ধ বণিতারা। নামেই রাজ্যে ঢুকেছে বর্ষা।অথচ বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে।পরিসংখ্যান বলছে এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ।

weeding of frog | newsfront.co
শিশির হালদার,বরপক্ষ।নিজস্ব চিত্র

বেজায় সমস্যায় কৃষকরা।এবার তাই বৃষ্টি ডাকতে ব্যাঙের বিয়ের আয়োজন করা হল দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘীর কৌতলার বাসিন্দারা। গ্রামবাসীদের বিশ্বাস,ব‍্যাঙের বিয়ে দিলেই নাকি বৃষ্টি হবে সব জায়গায়।তাই গ্রামের মানুষরা মিলে ব্যবস্থা করেছে ব্যাঙ-এর বিয়ের অনুষ্ঠান।তাই নিয়েই মেতে উঠল রায়দিঘীর কৌতলার প্রবীন নবীনরা।

weeding of frog | newsfront.co
গোবর্ধন চক্রবর্তী,পুরহিত।নিজস্ব চিত্র

ওই এলাকার কৃষিকাজ মূলত বৃষ্টিপাতের ওপরই নির্ভর করে।কিন্তু এবার বৃষ্টিপাতের অভাবে চিন্তার ভাঁজ সকলের কপালে।

আরও পড়ুনঃ বৃষ্টির আশায় কোলা ব্যাঙের পুজো করলেন চাষিরা

weeding of frog | newsfront.co
পারমিতা হালদার,পাত্রীপক্ষ।নিজস্ব চিত্র

তাই কৃষিতে বাধা দূর করতে রীতিমতো অনুষ্ঠান করে ২টি ব্যাঙের বিয়ের ব্যবস্থা করেন গ্রামবাসীরা৷ প্রায় ১০টি গ্রামের মানুষ হাজির হয় ওই বিয়ের অনুষ্ঠানে।ঢাক,বাজনা বাজিয়ে বয়ারগদীর পাত্র ব‍্যাঙ রাজের সঙ্গে বিয়ে দেওয়া হয় কৌতলার পাত্রী ব‍্যাঙ শুভশ্রীর সঙ্গে।তা দেখতে প্রচুর মানুষ ভিড় করে ওই অনুষ্ঠানে।

weeding of frog | newsfront.co
খাঁচায় ধরেই বিয়ের অনুষ্ঠান চলছে।নিজস্ব চিত্র

অনুষ্ঠানে আগত সমস্ত মানুষদের খাওয়া দাওয়ার আয়োজন করে কৌতলা কার্তিক সংঘের ছেলেরা।ব্যাঙের বিয়েতে মেতেছেন প্রবীন নবীনের।পৌরানিক যুগের সেই বিশ্বাস আজও রয়েছে বাসিন্দাদের মনে।যদিও অনেকের দাবি প্রকৃতির এই অকাল দিন তার কারন নিজেরা।প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলায় শ্রাবনের শুরুতেও মিলছেনা বৃষ্টি।

তাই ব্যাঙের বিয়ের মতো বিশ্বাস থাকলেও প্রকৃতির দিকে নজর দিতে হবে।রক্ষা করতে সবে গাছ বনজঙ্গল।দক্ষিন সুন্দরবনের কৌতলার মানুষ সব ভুলে ব্যাঙের বিয়ের উপর নির্ভর হয়ে পরেছেন,তাদের বিশ্বাস বৃষ্টি হবে এ ভূবনে।সেই আসাই বুকপেতেছেন দক্ষিন সুন্দরবনের প্রত্যন্ত এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here