লোকশিল্পীদের কর্মশালা

0
73

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

The workshop of folk artist
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর তিনি লোকশিল্প প্রসার ঘটাতে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে লোক শিল্পীদের কাজে লাগিয়েছেন। এবার সেই লোকশিল্পীদের প্রশিক্ষিত করতে জেলা ভিত্তিক কর্মশালার আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর।

The workshop of folk artist
নিজস্ব চিত্র

এই শিবিরে লোকশিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ অর্পিতা ঘোষ,দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক ডঃ(শ্রীমতী) দীপাপ প্রিয়া পি,বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখার্জি, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ বিশিষ্ট জনেরা।সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিকে উপেক্ষা করেও বালুরঘাট নাট্যমন্দিরে এই কর্মশালায় জেলার প্রায় পাঁচ শতাধিক লোকশিল্পী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পূর্ব বর্ধমানে কন্যাশ্রীর সফলতা নিয়ে বিশেষ কর্মশালা

The workshop of folk artist
নিজস্ব চিত্র
The workshop of folk artist
নিজস্ব চিত্র

সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে লোকশিল্পীদের অবগত করতে একটি তথ্য চিত্র তুলে ধরা হয়।এই অনুষ্ঠানে বিভিন্ন লোকশিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন।রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের তৈরী করা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন।

লোকশিল্পী স্বাধীন দাস জানান, একটা সময় এমন ছিল শিল্পীরা এমন ছিল যে তাদের দিনে পেট চালানো দুষ্কর ছিল।মুখমন্ত্রী পদে মমতা ব্যানার্জ্জী আসার পর তিনি অনেকটাই উপকৃত হয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার লোকশিল্পী দল।এছাড়া তাদের পরিচয় কার্ড ও ভাতা দিয়ে মানুষের মত বাঁচার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা দেবী।সাংসদ অর্পিতা ঘোষ মুখ্যমন্ত্রীর পাশে লোকশিল্পীদের দাঁড়ানোর জন্য সাধুবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here