আসছে ‘দ্য জুঃ কভিড-১৯ অ্যান্ড অ্যানিম্যালস’

0
108

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলের নতুন ডকুমেন্টরি ‘দ্য জুঃ কভিড-১৯ অ্যান্ড অ্যানিম্যালস’। এই ডকু শো-তে পশুদের উপর করোনা থাবার প্রভাব প্রদর্শিত হবে৷ ব্রঙ্কস চিড়িয়াখানাটি যখন তাদের চার বছরের পুরানো মালায়ান বাঘের কভিড-১৯-এর জন্য ইতিবাচক পরীক্ষার ঘোষণা করেছিল, তখন জন্তুরা এই মহামারীটির শিকার হতে পারে তা জানতে পেরে বিশ্ব বিস্মিত হয়েছিল এবং অনেক প্রশ্নও উঠে এসেছিল।

animals love | newsfront.co

অ্যানিম্যাল প্ল্যানেটের বড় বিড়াল বিশেষজ্ঞ ডেভ সালমনি সেই সব প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য গভীরভাবে ডুব দিয়েছেন। অ্যানিম্যাল প্ল্যানেট, অ্যানিম্যাল প্ল্যানেট এইচডি এবং সম্প্রতি চালু হওয়া ডিসকভারি প্লাস অ্যাপ্লিকেশনটিতে কভিড -১৯ এবং আনিমালস- এ মিলবে এর উত্তর। সালমনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বন্য জীব বিজ্ঞানীদের, পশু চিকিৎসকদের এবং বিশেষজ্ঞদের বিস্তৃত বর্ণনার সঙ্গে জানিয়েছেন ভাইরাস কী ভাবে প্রাণীগুলিকে প্রভাবিত করে এবং পোষা প্রাণীর মালিকরা কী ভাবে তাঁদের পোষা প্রাণী এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারবে।

Tiger | newsfront.co

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কভিড-১৯ টাস্কফোর্স থেকে ডাঃ পিটার এম্বারেক বিশেষত প্রাণী সম্পর্কিত ভাইরাসের সমস্ত দিক নিয়ে কাজ করেন। তিনি শো’তে এসে জানাবেন নিজের অভিমত। স্বতন্ত্র বা ALIVE এর বন্যজীবন জীববিজ্ঞানী, ফরেস্ট গ্যালেন্ট কভিড-১৯ এবং কীভাবে এটি বন্যজীবের সঙ্গে সম্পর্কিত তার অন্তর্দৃষ্টি প্রদান করবেন।

আরও পড়ুনঃ নার্সদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির শর্ট ফিল্ম ‘রক্ত’- ফ্রেশ উন্ডস

animals lover | newsfront.co

ডাঃ জেফ জানাবেন কীভাবে ভাইরাস পোষা প্রাণীকে প্রভাবিত করে। রকি মাউন্টেন ভেট জানাবেন এই সময়ের মধ্যে কীভাবে পোষা প্রাণীদের যত্ন নেওয়া যায় তার উপায়। এই বিষয়ে আরও বক্তব্য রাখবেন ডাঃ ব্লু, ডাঃ রস, এবং ভেট লাইফের ডাঃ ল্যাভিগেন এবং ইভান গাইস, ডাঃ ইভান অ্যান্টিন।

১৭ মে দুপুর ১ টা এবং রাত ৮ টায় ‘দ্য জুঃ কভিড-১৯ অ্যান্ড অ্যানিম্যালস’ সম্প্রচারিত হবে অ্যানিম্যাল প্ল্যানেট, অ্যানিম্যাল প্ল্যানেট এইচডি এবং সম্প্রতি চালু হওয়া ডিসকভারি প্লাস অ্যাপ্লিকেশন-এ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here