নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আবহে স্তব্ধতার চাদর ঢেকেছে রাজ্যের জেলাগুলো। আর এই স্তব্ধতাকে হাতিয়ার করেই মহামায়া কালি মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় । মাদারিহাট থানার পাশের কালী মন্দিরের ঘটনা।
জানা যায় বুধবার সকালে মন্দিরে পুরোহিত নিত্য পুজো করতে এসে দেখে মন্দির লাগোয়া, পাশের দিকে একটি দরজা ভাঙা। এমনকি মায়ের গায়ে থাকা কোনও সোনা নেই। এর পাশাপাশি মন্দিরে ভেতরে ট্রাঙ্কে থাকা সোনার গহনা বলে কিছুই নেই সেখানে। এই দৃশ্য দেখা মাত্রই মন্দির কমিটিকে জানান স্থানীয় ওই পুরোহিত।
যদিও এদিন মন্দিরের পুরোহিত অনিমেষ রায় বলেন, “এদিন সকাল ৮ টা নাগাদ মন্দিরে পূজো করতে এসে দেখি মন্দিরের পাশের দিকের দরজা ভাঙা। এমনকি মায়ের মূর্তি থেকে টিকলি, নথ, কানের, গলার হার এবং ট্রাঙ্ক ভেঙে সোনার বেশ কিছু গহনাও চুরি হয়েছে।”
আরও পড়ুনঃ কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শালবনির বিধায়ক
তবে মন্দির কমিটির পক্ষ থেকে মাদারিহাট থানায় খবর দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এর পাশাপাশি মাদারিহাট থানা সংলগ্ন মন্দির থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584