বেহাল অবস্থা বাজারের নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা,আশঙ্কায় ব্যবসায়ীরা

0
67

পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুরঃ

কলকাতার বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের পর কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার ও রেলস্টেশনের পাশে তারাবাজার বাজারের অবস্থা নিয়ে বিভিন্ন মহল সরব হয়েছে। অগ্নিকাণ্ড ঘটলে বাজারের সরু রাস্তা দিয়ে দমকলের গাড়ি ঢুকতেই পারবে না। পাশাপাশি বাজার এলাকায় পর্যাপ্ত জলের উৎসও নেই। আবার দোকানগুলিতেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার বালাই নেই। এসবের জেরে কার্যত গোটা বাজার দুইটিই জতুগৃহ হয়ে রয়েছে। কোথাও আগুন লাগলে গোটা বাজারটিই ভস্মীভূত হয়ে যেতে পারে বলে ব্যবসায়ীরাই আশঙ্কা প্রকাশ করেছেন।

নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির মুখপাত্র সুনিল সাহা বলেন, বাজারের যানজট ও জবরদখলের কারণে গাড়ি ঢোকার রাস্তাই নেই। জলের কোনও রিজার্ভারও নেই। এবিষয়ে প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। ২০ বছর থেকে তারা শুধুই দেখছি দেখছি করছে। আগুন লাগলে কতটা ক্ষয়ক্ষতি হবে তা কেউ বলতে পারবে না। ভগবানের ভরসায় সবকিছু চলছে। বিজেপির কালিয়াগঞ্জ টাউন সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, রাস্তা দখল করে দোকান চললে এর খেসারত দিতেই হবে। আগুন লাগলে দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। পুরসভার বিষয়টি দেখা উচিত। কিন্তু তারা কোনও উদ্যোগ নিচ্ছে না। এই সমস্যার বিষয়ে আমরা মহকুমা প্রশাসনকে আগেই জানিয়েছি। শীঘ্রই পুরসভা কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বলেন আগুন লাগলে দোকানপাট শুধু না মানুষের বাঁচাও মুশকিল হয়ে পড়বে। জলের পাইপ লাইন নেই।শুধু তাই নয় তারা বাজারের পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প, তাই যদি সেই তারা বাজার আগুন লাগে তাহলে যে কি পরিস্থিতি হবে সেটা ভগবানই জানে। পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কার্তিক পাল বলেন বাগরি মার্কেটে আগুন লেগেছে তাই বলে কালিয়াগঞ্জেও লাগবে এটা বলা ঠিক নয়। এখানকার বিল্ডিং মালিকরা সকলেই বিদ্যুতের ওয়ারিং ভালোভাবে করেছেন। কালিয়াগঞ্জ দমকল দপ্তরের ওসি বলেন, যেখানে আগুনের ব্যবহার হবে সেই সমস্ত দোকানের ক্ষেত্রে দমকলের অনুমতি নেওয়ার নিয়ম আছে। কিন্তু কালিয়াগঞ্জ একাংশ দোকানে এই অনুমতি নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমরা আমাদের পরিকাঠামো দিয়ে নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।
স্থানীয় বাসিন্দারা বলেন, শহরের প্রতিদিনই যানজট লেগেই থাকে। ত্রিপল টাঙিয়ে রাস্তার উপরেই দোকান চলে। বিদ্যুতের পোল থেকে তার ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওই জায়গাগুলিতে ছোট গাড়ি চলাচলে সমস্যা হয়। দমকলের গাড়ি বাজারের গলিপথগুলিতে চলতেই পারবে না। প্রশাসন এখনই উদ্যোগ না নিলে দুর্ঘটনা ঘটলে কিছুই বাঁচবে না। তাই এখন থেকেই পরিকল্পনা নেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ শ্রাদ্ধ বাড়িতে এসে নিখোঁজ বাড়ির যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here