সুদীপ পাল, বর্ধমানঃ
প্রায় ৬৫ হাজারেরও বেশি পরিবারের শৌচাগার এখনও তৈরি হয়নি, অথচ পূর্ব বর্ধমান জেলা ‘নির্মল’। এই পরিবারগুলিকে শৌচাগার গড়ে দেওয়ার জন্য ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের কর্তারা ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন। নির্ধারিত সময়ের পরে দেখা গেল শৌচাগার তৈরি হয়েছে মাত্র ৮,৬০০ টি। ২০১৩ সালে বেস লাইন সার্ভে করে দেখা গিয়েছিল ৩,৬৫,৬৫৬ টি পরিবারে শৌচাগার ছিল না। পাঁচ বছর ধরে শৌচাগার তৈরির পর ২০১৮ সালে ২ জানুয়ারি মাটি উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানকে ‘নির্মল জেলা’ ঘোষণা করেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে প্রায় ৬৫ হাজার পরিবারের শৌচাগার নেই।

নিয়ম অনুযায়ী এক একটি শৌচাগার তৈরি করতে খরচ হচ্ছে ১০,৯৯০ টাকা। এর মধ্যে ৯৯০ টাকা উপভোক্তা দিচ্ছেন। বাকি টাকার ৬০% দিচ্ছে কেন্দ্র আর ৪০% রাজ্য সরকার। নতুন নিয়ম হয়েছে শৌচাগার তৈরির পর ছবি সংশ্লিষ্ট ‘পোর্টাল’ এ আপলোড করতে হবে। তারপরেই কেন্দ্র সরকার সংশ্লিষ্ট ব্লকের জন্য টাকা পাঠাবে জেলা পরিষদে।
কিন্তু কাটমানি ঘটনার পর উপভোক্তাদের কাছ থেকে এই প্রকল্পের জন্য বাধ্যতামূলক টাকা নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে ৯০০ টাকা অনেক পঞ্চায়েতের সমস্যা হচ্ছে। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলামের দাবি, ঠিকমতো আপলোড করা হয়নি। কিন্তু শৌচাগার তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584