প্রশংসা পেলেও ঢোল শিল্পীর নেই আর্থিক সচ্ছলতা

0
61

শ‍্যামল রায়,নদীয়াঃ

there has no respect to dhol artist
ঢোল বাদক নারায়ণ চন্দ্র বিশ্বাস।নিজস্ব চিত্র

নদীয়া জেলার রাণাঘাটের কাছে ধানতলা থানার ধানতলা গ্রামে থাকেন রাজ্যের অন্যতম বাংলা ঢোল বাদক নারায়ণ চন্দ্র বিশ্বাস।নারায়ণ চন্দ্র বিশ্বাস এক সাক্ষাৎকারে জানান তিনি খুব ছোট বেলা থেকেই ঢোল বাজানোর প্রতি দারুণ উৎসাহী।

নারায়ণ চন্দ্র বিশ্বাসের পিতা হরবিলাশ বিশ্বাস ছেলের ইচ্ছের কথা ভেবে ঢোল বাদক চিন্ময় বিশ্বাসের কাছে নিয়ে যান।তখন বয়স মাত্র ১১/১২ বছর।এরপর থেকে চিন্ময় বিশ্বাসের কাছে ঢোল বাজানোর চর্চা শুরু হয় বালক নারায়ণের।ইতিমধ্যে নারায়ণ রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে ঢোল বাজিয়ে বিশেষ সুনাম অর্জন করেন।বর্তমানে নারায়ণ বিভিন্ন কবিয়াল ও বাউল শিল্পীদের সাথে ঢোল বাজিয়ে খ্যাতি অর্জন করেছে।

আরও পড়ুনঃ ভাব সাগরের মাঝি বাউল শিল্পী বাপ্পা ক্ষ্যাপা

এতসব করার পরেও এখনও গড়ে তুলতে পরেনি ভালো বাসগৃহ।এই প্রতিভাবান শিল্পী রাজ্য ও কেন্দ্রীয় সরকার উপযুক্ত সহযোগিতা পেলে একজন বড় ঢোল বাদক হতে পারে।এই শিল্পীর সাথে যোগাযোগ করতে হলে রানাঘাট অথবা আড়ংঘাটা রেলওয়ে স্টেশনে নেমে বাস পথে ধানতালা বাজার সংলগ্ন নারায়ণ চন্দ্রের বাড়ি যাওয়া যাবে।সামাজিক প্রতিষ্ঠার সাথে সাথে অর্থনৈতিক ভাবেও উন্নতির আশায় আছেন এই ঢোল বাদক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here