বাজার নেই,অন্য পেশায় ঝুঁকছে টুসু কারিগররা

0
54

কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ

There is no market at the risk of other occupations
নিজস্ব চিত্র

পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তিতে জঙ্গল মহলভুক্ত গোয়ালতোড় শালবনীতে প্রায় প্রতিটি গ্রামেই ঘটা করে টুসু পরব পালন করা হতো। ফলত তখন টুসুর চাহিদাও ছিল প্রচুর। কিন্তু বর্তমানে টুসুর সেই চাহিদা অনেক কমে গিয়েছে।ফলে যারা টুসু তৈরি করে সংসার চালাতেন তাদের রুজিরোজগারে টান পড়েছে।গোয়ালতোড়ের পশ্চিম মাইলিসাই গ্রামের অনীল চালক জানান,তিনি গত বছর সাতশ টুসু বানিয়েছিলেন এমন কি অনেক অর্ডারও ছিল। এই বছর কোনো অর্ডার নেই।ফলে টুসু এবছর অনেক কম করেই তৈরি করা হয়েছে।কম তৈরি করার কারন হল টুসুর চাহিদা আর আগের মতো নেই। আর বর্তমানে রং বা অন্যান্য সামগ্রীর যে বাজার দর তাতে টুসু করে পড়তা হয় না।তাই বর্তমানে এই মাটির কাজ কম করে অন্য কাজে ছূটতে হচ্ছে সংসারের টানে।

আরও পড়ুন: রেষারেষিতে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বাস,আহত দশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here