সুদীপ পাল, বর্ধমানঃ
এ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হলো পানাগড় দুবরাজপুর সড়ক। এই দীর্ঘ সড়ক দৈর্ঘ্যের মধ্যে কাঁকসা থানার মধ্যে রয়েছে ২৩ কিলোমিটার রাস্তা। লাল মাটি আর সবুজে ঘেরা এই রাজ্য সড়কের ২৩ কিলোমিটারের মধ্যে রয়েছে প্রায় কুড়িটির মতন বাস স্টপেজ। সরকারি এবং বেসরকারি মিলে প্রায় কয়েক’শ বাসের যাতায়াত প্রতিদিনের। কিন্তু এই কুড়িটি বাসস্ট্যান্ডের কোনোটাতেই নেই শৌচাগার। ফলে বাস ধরতে আসা যাত্রীরা পড়েন আতান্তরে। দীর্ঘক্ষন বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে টয়লেট করতে হলে যাত্রীদের বাধ্য হয়ে রাস্তার পাশেই বা বাস স্টপেজের পাশে অবস্থিত দোকানগুলির পিছনে যেতে হয়। মেয়েদের ক্ষেত্রে সমস্যা আরও। স্থানীয়দের বক্তব্য একটি দুটি বাস স্টপেজে নয়, এতগুলি বাস স্টপেজে কেন শৌচাগার থাকবে না? বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলি থেকে মানুষ যখন বাস স্টপেজ গুলোতে এসে বাস ধরে, তখন শৌচাগার থাকার প্রয়োজন খুবই। তার কারণ অনেক দূর থেকে এসে এখানকার মানুষদের বাস ধরতে হয়। আর তাছাড়া যেখানে সেখানে শৌচকর্ম করার ফলে পরিবেশও দূষিত হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।
এ বিষয়ে কাঁকসার বিডিওকে প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করাবেন।
আরও পড়ুন: রাস্তাতেই হোটেল,নাভিশ্বাস পথচারীদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584