অমৃতা চন্দ, কোচবিহারঃ
ফের দিনহাটা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার দিনহাটা শহরের স্টেশন পাড়া এলাকায় গনেশ সাহা নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। গত কয়েক দিনে যেভাবে চুরির ঘটনা ঘটেছে ঠিক একই ভাবে দুষ্কৃতীরা ঘরের পেছনের জানালা ভেঙে লোহার গ্রিল সরিয়ে ঘরে ঢুকে ঘরের ভিতরে লন্ডভন্ড করা ছাড়াও আলমারি ভেঙ্গে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়।
জানা গেছে এদিন দুষ্কৃতীরা নগদ দেড় লক্ষ টাকা ছাড়াও ১০ দশ ভরি সোনার গয়না নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। খবর পেয়ে বিধায়ক উদয়ন গুহ সেখানে ছুটে যান। বাড়ির মহিলা নুপুর সাহা কান্নায় ভেঙ্গে পড়েন। এভাবে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।
এদিন ঘটনাস্থলে এসে বিধায়ক উদয়ন গুহ কার্যত ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। উল্লেখ্য গত এক সপ্তাহের মধ্যে শহরের গোধুলী বাজার ও রংপুর রোড এলাকায় পর পর দুই শিক্ষকের বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে ।
আরও পড়ুনঃতৃণমূলের দলীয় কার্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা
পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে চুরির ঘটনার কিনারা শুরু হয়েছে। পরপর চুরির ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584