নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার ফালাকাটা হাই স্কুলে অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দ্বিতীয় ত্রি- বার্ষিক অলিপুরদুয়ার জেলা প্রতিনিধি সম্মেলন।এদিন সম্মেলন শুরু হবার আগে একটি র্যালি করা হয়। পুষ্প নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় নিখিল বঙ্গ শিক্ষা সমিতির দ্বিতীয় ত্রি- বার্ষিক অলিপুরদুয়ার জেলা প্রতিনিধি সম্মেলন।
সম্মেলনে শিক্ষক ও শিক্ষা কর্মীদের বিভিন্ন দাবি এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার দিক গুলি তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়া সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিদায়ি সম্পাদক বিদ্যুৎ সরকার জানান, “সম্মেলনে রাজ্য সরকারের শিক্ষক বঞ্চনা গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের দাবী অবিলম্বে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করতে হবে।”
ষষ্ঠ বেতন কমিশন প্রকাশ এবং বকেয়া ডি,এ প্রদান, ইসলামপুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ রাজু এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনেক দাবী রয়েছে।এছাড়া ফালাকাটাকে মহকুমা ঘোষিত করার দাবীও জানান তিনি।এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পরিষদের সদস্য সহ সাধারন সম্পাদক এবং সম্পাদিকা প্রিয় নিয়োগি ও মল্লিকা সাহা, ছিলেন প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মন সহ অন্যান্য নেতৃবর্গ।এদিনের প্রতিনিধি সম্মেলনে প্রায় ২০০ প্রতিনিধি অংশ নেন।
আরও পড়ুনঃ জেলার প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগে নির্মল মহকুমা অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584