শিব শংকর চট্টোপাধ্যায়,বালুরঘাটঃ
মধ্যপ্রদেশ-বাংলা ম্যাচের তৃতীয় দিনে মধ্যপ্রদেশের সামনে ম্যাচ জয়ের হাতছানি। বুধবার ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের ৩ উইকেটের বিনিময়ে ৬৯ রান হাতে নিয়ে ব্যাট করতে নামা মধ্যপ্রদেশ দলের চতুর্থ উইকেটের পতন হয় ৯৩ রানের মাথায়।এরপর সময় অন্তর ক্রমাগত উইকেট হারাতে চলা মধ্যপ্রদেশের ব্যাটসম্যানরা বাংলার বোলারদের দাপটে রীতিমত ধুঁকতে থাকে এবং এদিন ৯৩.২ ওভারে সব উইকেট হারিয়ে এদিন ১৯৫ থেমে যায় মধ্যপ্রদেশের স্কোরবোর্ড।ম্যাচের দ্বিতীয় দিনের ন্যায় বাংলার প্রয়াস রায় বর্মণ এদিনও বল হাতে জ্বলে উঠে।এদিন সূর্যের তেজ বাড়তেই মধ্যপ্রদেশের মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার ব্যাটিং লাইনকে এদিন সপাটে চড় মারা স্বরূপ উঠিয়ে নেন মধ্যপ্রদেশের তিনটি উইকেট। ফলস্বরুপ দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের অধিনায়ক রিসভ চৌহানের করা ৩৯ ছাড়া আর অন্য কোন ব্যাটসম্যান তেমন প্রতিরোধ গড়তেই পারেনি।ম্যাচের তৃতীয় দিনের অর্ধদিন বাংলার বোলারদের দাপট থাকলেও মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলার ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিল ফিকে।প্রথম ইনিংসের ওপেনিং জুটি পরিবর্তন করে এদিন অঙ্কিত শুক্লা-র সঙ্গে ওপেনে ব্যাট হাতে মাঠে নামেন বাংলার অধিনায়ক দিগন্ত নিয়োগী নিজেই। তবুও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়তে প্রত্যয়ী বাংলার ওপেনিং জুটি এদিনও বড় রানের পার্টনারশিপ গড়তে ছিল ব্যার্থ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রান করে এদিন বাংলার অঙ্কিত শুক্লাকে সাজঘরে পাঠান মধ্যপ্রদেশের ইশান আফ্রদি।এরপর আরও তিন বাংলার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরৎ পাঠিয়ে প্রথম ইনিংসের অনুরুপ বাংলার ব্যাটিং লাইনের কোমড় ভেঙ্গে দেয় মধ্যপ্রদেশের বোলাররা। দ্বিতীয় ইনিংসে ২০.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে বাংলার রান যখন ৫১ তখন পড়ন্ত বেলায় গ্যালারিতে বসে থাকা বাংলা সমর্থকদের মাথা থেকে বাংলার জয়-পরাজয় ভাবনা উধাও,সেই জায়গায় ভীড় করেছে ম্যাচ শেষ দিন পর্জ্যন্ত গড়াবে তো সেই প্রশ্ন।তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে বাংলার রান ৭৫। অঙ্কিত ২৬ রানে এবং কৌশিক মাইতি ১৫ রানে ক্রিজে অপরাজিত রয়েছে।
আরও পড়ুন: বেড়াতে এসে গুরুতর অসুস্থ পর্যটক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584