লকডাউনের জেরে বন্ধ শো, অনলাইনে লাইভ কনসার্ট

0
180

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাস। এই একটা মাত্র অসুখ তছনছ করে দিচ্ছে গোটা বিশ্বকে। সংক্রমণ কমার পরিবর্তে ছড়াচ্ছে বেশি। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার কারণে ক্রমশ দীর্ঘমেয়াদী হচ্ছে লকডাউন। সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছায় গহবন্দি হয়েছেন প্রায় প্রত্যেকটি মানুষ। করোনার কুপ্রভাব পড়েছে সর্বত্র। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সঙ্গীত জগত। ক্ষতিগ্রস্ত হচ্ছে সব শিল্পই।

concert | newsfront.co

কিন্তু দীর্ঘদিন এভাবে শিল্পীদের আটকে রাখতে ব্যর্থ হচ্ছে কোভিড-১৯। শিল্পীদের বন্দি করা যায় না। আর ঠিক সেইকারণে প্রথম অনলাইনে লকডাউন কনসার্ট শুরু করে থার্ড আই এন্টারটেইনমেন্ট এন্ড মিডিয়া। একেবারে লকডাউনের শুরু থেকে প্রতিদিন থার্ড আই-এর ফেসবুক পেজে লকডাউন কনসার্ট দেখছিলেন দর্শকরা।

দেখছিলেন বলছি তার কারণ গত ১১ই মে সদ্য এই কনসার্টটি সমাপ্ত হয়েছে। এই লাইভ কনসার্টে অংশগ্রহণ করেছিলেন কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা পঞ্চাশ জন সঙ্গীত শিল্পী। ৫০ পর্বের এই লকডাউন কনসার্টে কোন কোন শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন তা দেখে নিন এক ঝলকে।

আরও পড়ুনঃ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির পথে ‘গুলাবো সিতাবো’

কনসার্টে অংশগ্রহণ করেছিলেন সঙ্গীত শিল্পী সুমেলি চক্রবর্তী, কিঞ্জল চ্যাটার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, কেকা ঘোষাল, অনন্যা, খরাজ মুখার্জি, সৌরভ মনি, অরুণাশীষ রায়, সোমদত্তা, গৌরব সরকার, সৌম্য চক্রবর্তী, সপ্তক, সোমতন্দ্রা, দেবদ্বীপ, সুপ্রতিপ, সুজয় ভৌমিক, মিস জোজো, পরমা দাসগুপ্ত, তথাগত সেনগুপ্ত, দেবজিৎ, চন্দ্রিকা, স্নেহা, ঈশানি নাগ, মনীষা কর্মকার, দুর্নিবার, অনীক ধর, গুরুজিৎ, অর্পিতা বিশ্বাস, প্রসেন, রণজয়, পৌষালী, মৌসম, ঋষি, মধুমিতা, অরুণাভ, কুশল পাল, প্রসেন, রাজা হাসান, তৃষা , অম্লান, মাধুরী দে, প্রতিভা পাল, অর্পিতা বিশ্বাস, সৈকত মিত্র, সুমন পন্থী, সমিক পাল, দেবলীনা নন্দী, লক্ষ্য ভাট্টনগর,রাহুল দত্ত, অগ্নিভ, মৌলি ব্যানার্জি, সৈকত মিশ্র , স্নিগ্ধজিৎ ভৌমিক ও সিধু ।

লকডাউনের দিনগুলো থার্ড আই এন্টারটেইনমেন্ট এন্ড মিডিয়ার প্ল্যাটফর্মে একঝাঁক তারকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গানে গল্পে একটা জমাটি সন্ধ্যে কাটাচ্ছিলেন সকল দর্শক। মানুষের একঘেয়েমীতে মোড়া জীবনে একটু আনন্দ দিতেই এই উদ্যোগ জানান থার্ড আই এর কর্ণধার ঐশিক পাল। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। জমায়েতেও ছড়াচ্ছে সংক্রমণ।

তাই সোশ্যাল ডিস্ট্যান্সেসিং কথাটা সবসময় মাথায় রাখতে হবে সবাইকে। তাই সব অনুষ্ঠান বন্ধ। এইসময় গানের অনুষ্ঠানে আঁটোসাঁটো থাকতো শিল্পীদের মাসগুলো। করোনার প্রভাবে সব আলগা হয়েছে। একটার পর একটা মাস চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে। কিন্তু শো কই? সবকিছু আবার কবে স্বাভাবিক হবে? কবে আবার শোয়ের জন্য সাইনে ব্যস্ত থাকবেন শিল্পীরা? তা কেউ জানে না। আর অনুষ্ঠান ছাড়া কি বাড়ি বসে অর্থ উপার্জন করা যায়? সঙ্গীত শিল্পীরা তাদের কণ্ঠে সুরেলা মধুর গান গেয়ে শ্রোতার মন জয় করে নেয় সর্বদা।

কাজ নেই, অনুষ্ঠান নেই। তাতে কি? লকডাউনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকের কাছে নিজের শিল্প নিয়ে পৌঁছে যাচ্ছেন শিল্পীরা। কিন্তু এভাবে আর কতদিন? তাই আসুন একসঙ্গে সকলে মিলে মিশে এই কঠিন সময়টাকে পার করি আমরা। সঙ্গীত শিল্পীরা এভাবেই তাঁদের গানে মুগ্ধ করুক সকল দর্শককে। আর এই দুর্দিনে দর্শকরাও শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার করুক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here