নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সারা রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে গত ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচির শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকারি পরিষেবার ঘোষণা এবং তা হাতে পাওয়ার মধ্যে ব্যবধান ঘোঁচানোই এর মূল লক্ষ্য। সেই মত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ৬৪ টি গ্রাম পঞ্চায়েত এবং ৫৭ টি পৌর এলাকার (ওয়ার্ড) মানুষ এই পরিষেবার মধ্যেদিয়ে উপকৃত হচ্ছেন।
আরও পড়ুনঃ যৌথভাবে হিলিতে ‘বিজয় দিবস’ উদযাপন করল ভারত-বাংলাদেশ
সম্প্রতি তৃতীয় লিঙ্গের মানুষদের অবিশ্বাস কাটিয়ে তাদের এই পরিষেবা নিশ্চিত করার ব্যবস্থা হয়েছে। সেই মত এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মনিমালা প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে সরকারের শিবিরে উপস্থিত হয়েছিল প্রিয়াঙ্কা,রত্না রা। যথারীতি ক্যাম্পে সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য করলেন আবেদন। এদিন প্রায় ১৫ জনের মত তৃতীয় লিঙ্গের মানুষ এই প্রকল্পে নাম নতিভুক্ত করার জন্য আবেদন করেন বলেই প্রশাসনের তরফে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আরও পড়ুনঃ চা-চক্রে ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
এবিষয়ে প্রিয়াঙ্কা, রত্না রা জানান, খুব ভাল উদ্যোগ। খুব ভালো হয়েছে। সব জায়গায় আমরা যেতে পারতাম না। খুব ভালো লাগছে বাড়ির কাছে এইরূপ ক্যাম্পের মাধ্যমে পরিষেবা প্রদান করা হচ্ছে।
এবিষয়ে প্রদীপ্ত চক্রবর্তী নামে সমাজ কর্মী জানান, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ভুক্তরা অনেক সময় অনেক জায়গায় যেতে পারেন না। তারা যাতে আমাদের মধ্যে শামিল থেকে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের মত নাগরিক পরিষেবা পায় সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584