তৃতীয় দফায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ৫৭০ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত

0
40

নিউজ ডেস্ক,নিউজফ্রন্টঃ

ভারতের নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী তৃতীয় দফার নির্বাচন রাত পোহালেই।ইতিমধ্যে অনেক ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছে ভোটকর্মীরা,কেউ কেউ পথে।
সমগ্র দেশের তেরোটি রাজ্য, দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ১১৫ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন শুরু আর কয়েকঘন্টা পরেই।

Third phase general election accused candidate
ছবিঃ প্রতীকী

তৃতীয় দফার এই নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৬১২ জনের মধ্যে ৫৭০ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে জানিয়ে তথ্য প্রকাশ করল অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম (এডিআর)।গত শুক্রবার এই হলফনামা প্রকাশিত হয়।

প্রকাশিত তালিকায় কংগ্রেসের ৯০ জন প্রার্থীর মধ্যে ৪০জন,বিজেপির ৯৭ জনের মধ্যে ৩৮ জন প্রার্থীর নাম রয়েছে।এছাড়াও সিপিআই (এম)- এর কিছু প্রার্থীর নাম এডিআর প্রকাশিত তালিকায় আছে।এর মধ্যে ১৪ জন প্রার্থী দোষী সাব্যস্ত বলে জানা গেছে।

এই প্রার্থীদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে খুনের মামলা এবং ২৯ জনের বিরুদ্ধে ধর্ষণ,নারী নির্যাতন,হেনস্থা অত্যাচার ইত্যাদির অভিযোগ রয়েছে।২৬ জন প্রার্থীর বিরুদ্ধে ‘হেট স্পিচ’ সম্পর্কিত মামলা আছে।

ঐ তথ্য অনুযায়ী ১১৫টির মধ্যে ৬৩টি সংসদীয় আসন রেড এলার্ট রয়েছে।যেখানে তিন জনের বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে।

ফৌজদারি মামলা ছাড়াও প্রার্থীদের অর্থনীতিক ও শিক্ষাগত যোগ্যতা জানতে হলফনামা নেওয়া হয়েছে বলে জানা গেছে।এডিআর – এর তথ্য অনুযায়ী ৩৯২ জন প্রার্থী তাঁদের ব্যক্তিগত সম্পদের পরিমান কোটির বেশি স্বীকার করেন।সমাজবাদী পার্টির কুমার দেবেন্দ্র যাদব নিজের সম্পত্তির পরিমান ২০৪ কোটি টাকা বলে জানান।সমাজবাদী পার্টির কুমার দেবেন্দ্র সিং যাদব তার মোট সম্পদে ২০৪ কোটি টাকা ঘোষণা করেছেন।এরপর কংগ্রেস পার্টির ভোঁসলে শ্রীমন্ত ছত্রপতির ১৯৯ কোটি টাকার সম্পদ আছে তার কথা জানা।

আরও পড়ুনঃ তৃতীয়দফার লোকসভা নির্বাচনে এক নজরে মুর্শিদাবাদ জেলার নির্বাচনী পরিসংখ্যান

এডিআর এর এই রিপোর্টে আরও বলা হয়েছে যে প্রত্যেক প্রার্থীর ঘোষণায় গড়ে ২.৯৫ কোটি টাকা চিহ্নিত করা হলেও তাঁরা ১কোটি টাকা ব্যয়ে সম্পদ ঘোষণা করেছেন।নির্বাচন চলাকালীন এই তথ্য ভোটের সমীকরণ কতখানি হেরফের হয় বা আদৌ হয় কিনা সেটা সময় এলে সামনে আসবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here