নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অনুমতি ছাড়াই বিজেপির বিজয় সংকল্প বাইক র্যালিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে।বাইক র্যালি পুলিশ আটকালে বিজেপি কর্মিরা বাইক ছেড়ে এদিন রাস্তাতে বসে প্রতিবাদ শুরু করে।আর সেই রাস্তা আটকে প্রতিবাদের জেরে বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা সহ গ্রেফতার হয় প্রায় ৩২ জন বিজেপি কর্মী ও নেতারা।উল্লেখ্য কোন বাইক মিছিলেরই অনুমতি দেয়নি পুলিশ।সব জায়গায় আইন হাতে তুলে নিয়েই বাইক মিছিল বের করেন বিজেপি কর্মিরা।
আলিপুরদুয়ার শহরে বাবুপাড়াতে বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল বের করে বিজেপির নেতা কর্মিরা। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তরবঙ্গ কোর কমিটির কো কনভেনর জলপাইগুড়ির বিজেপি নেতা দ্বীপেন প্রামানিক।জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করার পর প্রায় ৫০০ মিটার যাওয়ার পরেই মায়া সিনেমা হলের সামনে পুলিশ বিজেপির মিছিল আটকে দেয়।
আরও পড়ুনঃ বিজেপির সংকল্প যাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমার
সেখানে পুলিশের বাধা পেয়ে রাস্তা আটকে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মিরা। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা।পুলিশ পরে ওই স্থান থেকে জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা, বিজেপি নেতা দ্বীপেন প্রামানিক সহ প্রায় ৩২ জন বিজেপি কর্মিকে গ্রেফতার করে নিয়ে আলিপুরদুয়ার থানায় নিয়ে যায়।
বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন,“রাজ্যে গনতন্ত্র নেই। আমরা সামান্য বাইক মিছিল করব তার অনুমতি দেয় নি পুলিশ।গোটা দেশে আমাদের এই কর্মসূচী হয়েছে। কোথাও বিজেপি কর্মিরা এমন পরিস্থিতির সন্মুখিন হয়নি।মানুষ দেখুক এই সরকার আমাদের সঙ্গে কেমন আচরন করছে।বিজেপিকে যত বাধা দেবে এই সরকার এই রাজ্যে বিজেপি তত শক্তিশালী হবে।”বিষয়টি নিয়ে পুলিশ অবশ্য কোন মন্তব্য করতে চায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584