নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লকডাউনের ফলে বহু রাজ্যে আটকে পড়েছে এ রাজ্যের বিভিন্ন শ্রমিক। ফলে একদিকে যেমন চিন্তিত রয়েছে বাইরে থাকা শ্রমিক, অন্যদিকে চিন্তিত পরিবার-পরিজন।

অবশেষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়খণ্ডের দেওঘর থেকে ৩০ জন ছুতোর কর্মচারী অবশেষে তাদের বাড়ি পৌঁছল। জানা গেছে, তারা প্রত্যেকেই কোলাঘাটের বাসিন্দা।
আরও পড়ুনঃ গণজমায়েত এড়াতে সুলভ মূল্যের বাজার, জেলা শাসক কার্যালয়ের সামনে
লক ডাউনের জেরে আটকে পড়েছিলেন ঝাড়খণ্ডের দেওঘরে। সেখানেই তারা কাঠের কাজ করতো। সোমবার কোলাঘাট পৌঁছে আতংকের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে ওই ৩০ জন কর্মী।
তবে স্বাস্থ্য দফতর থেকে জানা যায়, ভিন রাজ্য থেকে আগত এই শ্রমিকগুলিকে আপাতত ১৪ দিনের জন্য অবজারভার অর্থাৎ কোয়ারেন্টাইনে রাখা হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584