ঝাড়গ্রামের পুজোয় এবার দেখা যাবে হাজার হাতের দুর্গা

0
44

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

হাতে গোনা আর ক’ টা দিন। তার পরেই শুরু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। সাবেকি থেকে থিমের সাজ-সবেতে সেজে উঠেছে জেলার পুজো মণ্ডপগুলি। এবারও ঝাড়গ্রাম শহরের পুজোয় থিমের জোয়ার। কোথাও হাজার হাতের দুর্গা, আবার কোথাও দশ মহাবিদ্যা। কোথাও থিম জলই জীবন, কোথাও অগ্নিশিখা। সেই সঙ্গে প্রায় প্রতিটি পুজো কমিটিই দেবে সমাজ সচেতনতার বার্তা।

Thousand hands Durga at jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম পূর্বাশার পুজোর এবার ৩৭তম বর্ষ। পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। পুজোর থিম ‘অগ্নিশিখা’। এই পুজোতেই দেখা যাবে এক হাজার হাতের দুর্গা। ১২০ ফুটের প্যান্ডেলের বাইরে দেখা মিলবে ওই দুর্গার। ফাইবার দিয়ে হাজার হাতের দুর্গা তৈরি করা হচ্ছে। মণ্ডপের দু’ধারে অগ্নিশিখা আলোকসজ্জার মাধ্যমে ফুটে উঠে। মণ্ডপের ভিতরে সুতা দিয়ে নকশা কাজ দেখতে পাওয়া যাবে। মূল প্রতিমা হবে। সাবেকি।

আরও পড়ুনঃ জৌলুস হারালেও ঐতিহ্য বজায় রেখে চলছে লালগোলার মিত্র বাড়ির পুজো

প্লাস্টিক বর্জনের জন্য সচেতনতা বার্তা দেওয়া হবে পুজোয়। পঞ্চমী, দশমী ও একাদশীতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো কমিটির সম্পাদক সোমনাথ পাণ্ডে বলেন, প্রতি বছরই আমাদের পুজোয় চমক থাকে। এবারের চমক হল এক হাজার হাতের দুর্গা। সঙ্গে পুজো থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here