এনআরসি-ক্যাব নিয়ে  বিরোধী পোস্টে খুনের হুমকি বিধায়ককে

0
80

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

pic 2| newsfront.co
হুমকি। চিত্র সৌজন্যঃ ফেসবুক

এনআরসি ও ক্যাব নিয়ে  বিরোধীতার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পরেই দিনহাটার   বিধায়ক উদয়ন গুহ  খুনের হুমকির মুখে পড়লেন। তৃনমূল কংগ্রেসের দিনহাটার বিধায়ক নিজের ফেসবুক ওয়ালে নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে মিছিলের ডাক দেয় উদয়ন গুহ। এনআরসি ও  ক্যাব নিয়ে  বিরোধীতা  করে  বিলের প্রতিবাদে মিছিলের ডাক দেওয়ায় তাঁকে গলা কেটে খুনের হুমকি দেন তুষার বিশ্বাস নামে এক যুবক। ওই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন  ছড়িয়ে পড়ে।

pic 1| newsfront.co
বিধায়কের পোস্ট। চিত্র সৌজন্যঃ ফেসবুক

অভিযোগ, গত ১১ ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেই পোস্টে লেখা ছিল “এনআরসি ও ক্যাব এর প্রতিবাদে আগামী সোমবার শহরের  হেমন্ত বসু কর্নার থেকে  বেলা ৫.৩০ টায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল বের হবে।” সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে তুষার বিশ্বাস নামে এক যুবক অস্পষ্ট ভাষায় হুমকির সুরে তৃণমূল বিধায়ককে গলার নালী কেটে দিয়ে খুনের হুমকি দিয়ে একটি কমেন্ট করেন।

 

এছাড়াও উদয়ন বাবু ওই দিনেই আর একটি পোস্ট দেন। সেই পোস্টে লেখাছিল “ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংবিধান ধর্ষণকারী এই বিলের এনকাউন্টার চাই।” সেই পোস্টে ওই যুবকের হুমকির সুরে অস্পষ্ট ভাষায়।  সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে  অস্পষ্ট ভাষায় হুমকি দেন ওই যুবক। এই হুমকির বিষয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে জেলা জুড়ে।

pic | newsfront.co
বিধায়ক। ফাইল চিত্র

আরও পড়ুনঃইলেকট্রিকের কাজ করাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এবিষয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, আমি কলকাতায় আছি। আমাকে গলা কেটে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। অবশ্যই বিজেপির কেউ এ কাজ করেছে তবে মিছিল আমরা করবই। আমি পুলিশকে জানিয়েছি। একটু চিন্তা হয়েছে কারণ আমার অনুগামীরা এই নিয়ে যদি কিছু করে তাহলে মুশকিল।” অনুমান তুষার বিশ্বাস দিনহাটারই ছেলে বলে মনে করছে অনেকে। যদিও উদয়ন বাবু বলেন, তিনি তাঁকে চেনেই না।  কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here