নারায়ণগড়ে পুলিশ পেটানো থেকে বিধানসভা ভাঙার হুমকি দিলীপের

0
56

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Threatened of dilip to vandalised legislative assembly
নিজস্ব চিত্র

বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নতুন সংসদ দিলীপ ঘোষ লোকসভা ভোটে জয়লাভের পরেই প্রথম সমর্থনে সভা সেরে ফেললেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় এলাকায়।

Threatened of dilip to vandalised legislative assembly
নিজস্ব চিত্র

এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভোটের সময় যে সব কর্মী পুলিশের মিথ্যা মামলায় বাড়ি ছাড়া তাঁদের বক্তব্য কবে বাড়ি ফিরব সেক্ষেত্রে দিলীপ ঘোষ বলেন কতদিন মার খাবেন এবার তোমার দেওয়া শিক্ষা ফিরিয়ে দেওয়া হবে,এমনই বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

শুধু তাই নয় তিনি আরও বলেন,একটা এটা শুধু প্র্যাকটিস ম্যাচ চলছে ফাইনাল ম্যাচ এখনও বাকি আছে।আমরা যদি মারি হাসপাতালে একটি বেডও খালি থাকবে না।এমনই কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

Threatened of dilip to vandalised legislative assembly
নিজস্ব চিত্র

এখানেও ক্ষান্ত দেননি তিনি তিনি আরও বলেন এখনও পর্যন্ত আমরা শুধু চোখ দেখিয়েছি তাতে দিদি চারদিকে বলে বেড়াচ্ছে আমরা নাকি তাদের কর্মীদের মারধর করেছি।এখন কিছু পুলিশ অফিসার রয়েছেন যাঁরা আমাকে দেখে মস্করা করেন দাদা আপনাদের সাথে আছি আমরা সবাইকে চিনি।

Threatened of dilip to vandalised legislative assembly
নিজস্ব চিত্র

কিছু পুলিশ অফিসার আছেন যাঁরা পরিবর্তন হয়ে গেছে আর কিছু এখন পুলিশ অফিসার ভাবেন আবার তৃণমূল ঘুরে আসছে,তাদের উদ্দেশ্যে বলি স্বপ্ন দেখবেন না।অন্য দিকে এক বছরের মধ্যে রাজ্যের পার্লামেন্ট ভেঙে দেবে এমনই হুঙ্কার দেন দিলিপ ঘোষ।

Threatened of dilip to vandalised legislative assembly
নিজস্ব চিত্র

অন্যদিকে এনআরএস কাণ্ডে ডাক্তারদের হয়ে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন,বাইরে থেকে কয়েকটা গাড়ি ভর্তি লোকে সেই ডাক্তারদের ক্রিমিনালদের মতো মেরে গেল আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল।

অন্যদিকে পুলিশকে বাঁশ গাছে বেঁধে জল খেতে না দেওয়ার কথা বলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ বিজেপির বিজয় মিছিলের আগেই জারি ১৪৪ ধারা খড়্গপুরে

এই দিন এই সম্বর্ধনা সভায় দুশো পঞ্চাশজন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন।

এদিন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন,জেলা সভাপতি সমিত কুমার দাস সহ অনান্য বিজেপি নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here