নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৩ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন অল ওয়েদার অটল টানেল। ৪ থেকে ৫ ঘন্টায় মানালি থেকে লেহ পৌঁছনো যাবে এই টানেল দিয়ে, অতিক্রম করতে হবে মাত্র ৪৬ কিমি দূরত্ব।
সেখানেই উদ্বোধনের পর মাত্র ৭২ ঘন্টায় তিন দুর্ঘটনা ঘটে গেলো। বর্ডার রোডস অর্গানাইজেশনের নতুন মাথাব্যথার কারণ এই টানেলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা। পর্যটক এবং মোটরবাইক কেউই মানছেন না স্পিড লিমিট, দুর্ধর্ষ গতির ঠ্যালায় প্রাণ ওষ্ঠাগত সংস্থার এবং প্রশাসনের।
আরও পড়ুনঃ অনির্দিষ্টকাল ধরে সরকারি জায়গা আটকে প্রতিবাদ নয়, শাহিনবাগ প্রসঙ্গে জানাল সুপ্রিমকোর্ট
ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই উচ্চ গতিতে গাড়ি বা বাইক চালানো সাথে যত্র তত্ৰ সেলফি তোলা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জানলেন ব্রিগেডিয়ার কেপি পুরুষোত্তম, বিআরও চিফ ইঞ্জিনিয়ার; যদিও অটল টানেলে কোনো গাড়ি দাঁড়াবে না এমনটাই নিয়ম কিন্তু সে কথা কানে তুলছেন না কেউই। বাধ্য হয়ে টানেলে অতিরিক্ত পুলিশ পোস্টিং এর কথা ভাবছেন তাঁরা।
আরও পড়ুনঃ এসবিআইয়ের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন দীনেশ কুমার খারা
পাঞ্জাব, হরিয়ানা চন্ডীগড় থেকে আসা পর্যটক রা কেউ ট্রাফিক আইন মানছেন না, জানিয়েছেন বিআরও চিফ ইঞ্জিনিয়ার। কুলু’র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গৌরব সিং জানিয়েছেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য গতিবেগ নিয়ন্ত্রণের সব রকম ব্যবস্থা নেওয়ার।
ব্রিগেডিয়ার কেপি পুরুষোত্তম জানিয়েছেন টানেল সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকালে ৪টে থেকে ৫টা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হবে। গাড়ির গতিবেগ, দুর্ঘটনা এমনকি পর্যটকদের গাড়ি থেকে বর্জ্য ফেলা, এইসব নিয়েই আপাতত প্রশাসনের নাস্তানাবুদ অবস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584