কাকদ্বীপে করোনা আক্রান্ত তিনজন

0
92

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

কাকদ্বীপ মহকুমায় তিন ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে৷ জানা গিয়েছে, আক্রান্তরা বামানগর রথতলা, ৯ নম্বর গোবিন্দপুর এবং ৫ নম্বর ঘেরি হালিশহরের বাসিন্দা। এই তিন ব্যক্তি জ্বর সর্দি-কাশি নিয়ে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি হন৷ চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা করেন। উপসর্গ থাকায় পরীক্ষার জন্য লালারসের নমুনা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল।

Corona | newsfront.co
প্রতীকী চিত্র

শনিবার এসএসকেএম থেকে তাদের নমুনার রিপোর্ট আসে৷ তাতে দেখা গিয়েছে প্রত্যেকেই করোনা পজিটিভ৷ এরপরেই চিকিৎসকরা প্রশাসনের সহযোগিতা নিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে তড়িঘড়ি তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে রাজারহাট সিএনসিতে ভর্তি করেন।

আরও পড়ুনঃ পানিহাটিতে ফের করোনা আক্রান্তের হদিশ!

একই সঙ্গে তাদের বাড়ির লোকজনকে এবং রোগীদের সংস্পর্শে যারা এসেছিল তাদের প্রত্যেককে পুলিশ চিহ্নিত করে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পাশাপাশি কাকদ্বীপ হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সমস্ত পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে খবর পাওয়া গিয়েছে, আক্রান্ত ওই তিন রোগী বর্তমানে সুস্থ আছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here