শ্যামল রায়, নদীয়াঃ
শুক্রবার নদীয়ার ধানতলায় চোরাই বাইক সমেত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় আরংঘাটা থেকে।
পুলিশ জানিয়েছেন, ধৃতদের নাম অসীম বিশ্বাস, বিবেক বিশ্বাস ও হিমাদ্রি রায়। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল, এলাকায় নামিদামি মোটর বাইক চুরি যাচ্ছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। অভিযান চালাতে চালাতে শুক্রবার আরংঘাটা থেকে চোরাই বাইক সমেত তিন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ।
আরও পড়ুনঃ জমিতে লাঙ্গল দিতে গিয়ে ট্রাক্টরের ফালে মৃত্যু চাষির
জিজ্ঞাসাবাদের পর পুলিশ দুষ্কৃতীদের রানাঘাট মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। এর আগে যে সব বাইক চুরি হয়েছে সে সম্পর্কেও পুলিশ জেনে নিয়েছে দুষ্কৃতীর কাছ থেকে। পুলিশ জানিয়েছে, চোরাই বাইকগুলি উদ্ধারের চেষ্টা চলছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584