জঙ্গিপুর সাইবার ক্রাইম বিভাগের তদন্তে ব্ল্যাকমেইলের অভিযোগে রাজস্থান থেকে ধৃত ৩

0
127

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার অভিযোগের ভিত্তিতে জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগের টিম তদন্তে নেমে রাজস্থানের ভরতপুর জেলার সিক্রি গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে নিয়ে এলো রঘুনাথগঞ্জ থানায়। সোমবার জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান।

Cyber crime officer | newsfront.co
ওয়াই রঘুবংশী, জেলা পুলিশ সুপার

এদিনের সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, ২৯ সেপ্টেম্বর দুই তিনজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে জঙ্গিপুর পুলিশ জেলা সাইবার ক্রাইম বিভাগ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কিছু তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে রাজস্থানের ভরতপুর জেলা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়।

Convict | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

জানা গেছে, হোয়াটস অ্যাপের মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে ধৃতরা অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত। ধৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল, ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুনঃ মহেশতলায় নকল সিমেন্ট তৈরির কারখানা

পুলিশ সুপার জানান, তদন্তে নেমে জানা গেছে শুধু মুর্শিদাবাদ জেলা নয় দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই এদের দ্বারা প্রতারিত হয়েছে।

ধৃতদের আজকে জঙ্গিপুর আদালতে তোলা হলে তাদের দশদিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়। এই প্রতারণ চক্রের আরও বিভিন্ন দিক খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানান ওয়াই রঘুবংশী। একই সাথে সাধারন মানুষকে সোশ্যাল মিডিয়া বিষয়ে সচেতন হওয়ার আবেদন জানান পুলিশ সুপার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here