নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। বুধবার সকালে কাজের সূত্রে মির্জাপুর থেকে রঘুনাথগঞ্জ বাজার যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। ঘটনাস্থলেই ছিটকে পড়ে বাইকে থাকা দুই আরোহী।
গুরুতর জখম অবস্থায় তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় তাদের। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন চিরঞ্জিত ঘোষ(২৫) ও বাবাই সরকার(২৮)। তাদের বাড়ি মির্জাপুর এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডোমকল শাখায় বিক্ষোভ
অন্যদিকে এদিনই মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের বহুতালী গ্রাম পঞ্চায়েতের কে বি রোডের কাদুয়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায় একটি বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। মৃতের নাম সুরজিৎ মন্ডল। তার বাড়ি সুতি থানার অন্তর্গত কানাইঘাট গ্রামে। জখম বাইক চালককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584