সিউড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত প্রাথমিক শিক্ষক সহ ৩

0
83

পিয়ালী দাস, বীরভূমঃ

বৃহস্পতিবার ভোরে সিউড়ি থানা টহলরত একটি পুলিশ ভ্যান অস্ত্রসহ গ্রেফতার করল তিন যুবককে। ধৃতদের আদালতে তুললে বিচারক দু দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সিউড়ি থানার পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার ভোররাতে পুলিশের টহলরত ভ্যান জেলা স্কুল মাঠে টহল দিচ্ছিল, ঠিক তখনই কর্তব্যরত পুলিশ অফিসারের নজরে আসে মাঠের শেষ প্রান্তে তিন যুবক অন্ধকারে বসে রয়েছে।

arrested | newsfront.co
ধৃত। ছবিঃ প্রতিবেদক

পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে এত রাতে তারা মাঠে কি করছে, জবাবে তিন যুবক জানায় রাতে পিকনিক ছিল তাই দেরি হয়ে গেছে। কিন্তু যুবকদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় পুলিশ তিন যুবককে তল্লাশি করে, আর তাতেই বেরিয়ে যায় আসল সত্য। তিন যুবকের মধ্যে এক যুবকের কাছ থেকে একটি ছঘড়া বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।

আরও পড়ুনঃ খয়েরবাড়ি পুর্নবাসন কেন্দ্রে তিন শাবকের মা খাঁচা বন্দী লেপার্ড

ধৃত তিন যুবকের নাম হল অনিমেষ মুখোপাধ্যায় পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক বাড়ি সিউড়ি থানার সুড়ীপুকুর এলাকায়। সন্তোষ দাস বাড়ি সিউড়ি থানার মল্লিকগুনা পাড়ায়। প্রসেনজিৎ গড়াই বাড়ি সিউড়ি থানার বারুইপাড়ায়।

সিউড়ি থানার পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে পেশায় সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক অনিমেষ মুখার্জী পুলিশি জেরায় জানিয়েছে নিছক আগ্রহ বশত বন্দুকটি একজন অস্ত্র ব্যবসায়ী কাছ থেকে এগারো হাজার টাকা দিয়ে কিনেছে। কিন্তু অনিমেষ মুখার্জির এই বক্তব্যের সাথে পুলিশ সহমত হতে পারছে না বলে পুলিশের দাবি।

বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, তিন যুবকের জিজ্ঞাসাবাদ চলছে কেন তারা অত রাতে অস্ত্র নিয়ে জমায়েত করেছিল, অস্ত্রটি তারা কোথা থেকে আমদানি করেছে সে বিষয়টিও যথেষ্ট গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here