অখিল ভারতীয় জনসংঘে যোগ দেওয়ায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তিন ভাই

0
109

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

অখিল ভারতীয় জনসংঘকে সমর্থন করায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন তিন ভাই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দামপাল চর এলাকার। সম্প্রতি বিজেপি ছেড়ে জনসংঘে যোগ দেন সুজয় বিশ্বাস, বাবলু বিশ্বাস ও সঞ্জয় বিশ্বাস। গুরুতর আহত এক ভাই বর্ধমান মেডিক্যাল কলেজে ও বাকি দুই ভাই পূর্বস্থলী হাসপাতালে চিকিৎসাধীন।

BJP | newsfront.co
প্রতীকী চিত্র

অভিযোগ, বৃহস্পতিবার রাতে সুজয়বাবুকে দলীয় বৈঠকে তলব করেন স্থানীয় এক বিজেপি নেতা। কেন তিনি বিজেপি ছেড়েছেন এই নিয়ে বচসা বাধে বৈঠকে। এর মধ্যে সুজয়বাবুকে চড় মারেন এক বিজেপি নেতা। বাড়ি গিয়ে সেকথা বাকি দুই ভাইকে জানান সুজয়বাবু। ভাই-কে শারীরিক নিগ্রহ করা হয়েছে কেন তা জানতে বিজেপি কার্যালয়ে যান বাবলুবাবু ও সঞ্জয়বাবু। সেখানেই তাঁদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু এক তৃণমূল কর্মীর, আহত ৫

শুধু মারধরই নয়, বাবলু ও সঞ্জয়কে আটকে রাখেন বিজেপি কর্মীরা। এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ও নিয়ে যায় হাসপাতালে। বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় রাজ্যে ১৭০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে জনসংঘ। যা নাপসন্দ বিজেপির। সেদিন তাদের প্রার্থীর সমর্থনে মিছিলও করে জনসংঘ, মিছিলে অংশ নেওয়ায় এই শারীরিক নিগ্রহ, জানিয়েছেন স্থানীয় এক জনসংঘ নেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here