নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ পুরসভার ৩কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে রায়গঞ্জ পুরসভার ৩ কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে ১জন স্বাস্থ্যকর্মী, ১জন মৃতযান চালক ও ১জন শ্মশানের বৈদ্যুতিক চুল্লীর কর্মী। পুরসভা সূত্রের খবর, পুরসভার ওই স্বাস্থ্যকর্মী এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন।
রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, আক্রান্তরা প্রত্যেকেই আগে থেকেই অসুস্থ ছিলেন। কারও কোনও উপসর্গ ছিল না। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন এরা কেউই রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ের অনুষ্ঠানে ছিলেনও না।
আরও পড়ুনঃ মুখ,পা বাঁধা অবস্থায় উদ্ধার একটি অ্যালসেশিয়ান কুকুর
তাই ওই করোনা আক্রান্ত পুরকর্মীদের থেকে কারোর সংক্রমিত হওয়ার কোন আশঙ্কা নেই । তাই এই নিয়ে অযথা ভয় পাওয়ারও কোন কারণ নেই৷
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584