নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এগরা রামকৃষ্ণ মিলন মন্দিরের তিনদিনের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধনে সাংসদ শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুর শহরে রামকৃষ্ণ মিলন মন্দির পরিচালিত রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে তিন দিনের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয় বৃহস্পতিবার।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনে ও পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ
সঙ্গে উপস্থিত ছিলেন এগরা পুরসভার পুরপ্রধান শঙ্কর বেরা, সমাজসেবী বিজন বিহারি সাউ, ললাট গঙ্গাধর পাঠশালা হাইস্কুলের প্রধান শিক্ষক নবকান্ত জানা, রামকৃষ্ণ মিলন মন্দিরের সভাপতি নারায়ণ দাস প্রমুখ।এদিন উদ্বোধক শিশির অধিকারী তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা, ছাত্রছাত্রীদের উপস্থাপন কৌশলের প্রশংসা করেন। আগামী দিনে সাংসদ শিশির অধিকারী বিদ্যালয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584