নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বাড়ির ভিতর থেকে এক বিমা কম্পানির এজেন্ট কর্মী, তাঁর স্ত্রী ও ছেলের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায়। জানা গেছে,তিন জনই একই পরিবারের। সম্পর্কে স্বামী-স্ত্রী ও ছেলে।
মঙ্গলবার আনুমানিক রাত আটটা নাগাদ ভাড়ার ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার পুলিশ। গত প্রায় দেড় বছর ধরে আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও পুত্রকে নিয়ে থাকতেন বিশ্বজিৎ বোস। তার আদি বাড়ি কোচবিহারের রবীন্দ্রনগর এলাকায়।তিনি একটি বিমা কম্পানির এজেন্ট।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে গ্রাম্য বিবাদের জেরে খুন তৃণমূল কংগ্রেস কর্মী
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে। পুলিশ সূত্রে খবর, ওই বিমা এজেন্টের নাম বিশ্বজিৎ বোস (৪২) ঘর থেকে তাঁর স্ত্রী ও ছেলের দেহও উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584