রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
রাইস মিলের নির্মীয়মান গুদামের প্রাচীর ভেঙে চাপা পড়ে মৃত তিন মহিলা নির্মাণ শ্রমিক, আহত অন্তত ১৩ জন।
বুধবার দুপুরে ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদ জেলার সালার থানার রাইগ্রামে। আহতদের কান্দি মহকুমা ও সালার হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনায় মৃত শেফালি হেমব্রম ঝাড়খন্ডের বাসিন্দা,কাঞ্চনা ও সরস্বতী মালি পুরুলিয়ার বাসিন্দা।
সালারের রাইগ্রামে একটি রাইসমিলে ৩৫ জন কর্মী নির্মান কাজ করছিল। প্রাচীরের একদিক হঠাৎ করে ভেঙ্গে পরলে ১৬ জন শ্রমিক চাপা পড়ে।
তাদের উদ্ধার করে সালার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার কাঞ্চনা ও সরস্বতীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর ন’জনকে শঙ্কটজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। সেখান চিকিৎসা চলাকালীন শেফালি হেমব্রমের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা।
কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ। আহতদের কান্দি মহকুম হাসপাতালে দেখতে আসেন কান্দির মহকুমা শাসক অভিক দাস। তিনিও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584