শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকায় গত রাত্রে লরির সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষে দক্ষিন দিনাজপুরের কুমারগঞ্জ এলাকার মৃত ৩ বাসিন্দা। গুরুতর আহত আরও এক।
দুপুরে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের দিওয়ড়ের হালদার পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের দিওড়ের হালদার পাড়া এলাকা থেকে পিক আপ ভ্যানে করে মাছ নিয়ে কোচবিহারের দিকে রওনা হন দিওড়ের হালদার পাড়া এলাকার বাসিন্দা উত্তম হালদার। এও জানা গেছে ঐ গাড়িতে চালক উত্তম হালদার ছাড়াও আরও ৩ জন যুবক ছিলেন।
কোচবিহারের অভিমুখে যাওয়ার সময় ঐ পিক আপ ভ্যানটি ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় পিক আপ ভ্যানটির চালক উত্তম হালদার সহ দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৩ যুবকের। অপর এক যুবক গুরুতর জখম হয়।
আরও পড়ুনঃ নতুন করে আক্রান্ত পার্কস্ট্রিট থানার অফিসার, প্রসূতি, ইতিহাসের অধ্যাপক-সহ ব্যাঙ্ক কর্তা
মৃতদেহগুলির ময়নাতদন্ত হওয়ার পর আজ রাত্রে কুমারগঞ্জে ফিরিয়ে আনা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে দুপুরের পরেই এলাকায় তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত উল্লেখ যে কুমারগঞ্জ ব্লকের দিওড়ের হালদার পাড়া এলাকার অধিকাংশ মানুষরাই মৎস্য ব্যবসার মাধ্যমে দিন গুজরান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584