হরষিত সিং, মালদহঃ
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিধ্বস্ত তিনটি পরিবার।সোমবার রাতে মালদহের চাঁচল ব্লকের ভাকরি পঞ্চায়েতের রামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ।মঙ্গলবার ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সঙ্গে দেখা করলেন স্থানীয় জেলা পরিষদের সদস্য। এদিন তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলির হাতে ত্রান সামগ্রি তুলে দেন।জানা গেছে, এদিন রাতে ওই গ্রামের বাসিন্দা বাবুল শেখের বাড়িতে আগুন লাগে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে,পাশের দুটি বাড়িও ভস্মীভূত হয়।
দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়েছেন।ঘরে মজুত থাকা খাদ্য সামগ্রী, জামা কাপড়, টাকা পয়সা সবই পুড়ে গিয়েছে।স্থানীয়দের আশঙ্কা, রান্নাঘর থেকেই সম্ভবত আগুন ছড়িয়েছে।আগুনের লেলিহান শিখায় ৩ পরিবারের সবকিছুই পুড়ে গিয়েছে ।
ওই ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ছুটে যান মালদহ জেলা পরিষদের সদস্য রফিকুল হোসেন।তিনি তাঁদের দিকে বাড়িয়ে দেন সহযোগিতায় হাত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তিনি লুঙ্গি , শাড়ি ,ত্রিপল ও নগদ কিছু টাকা তুলে দেন। জেলা পরিষদের সদস্য রফিকুল হোসেন বলেন,”খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কাছে ছুটে এসেছি। আমার পক্ষে যেটুকু সম্ভব তা দিলাম,ক্ষতিগ্রস্ত বাসিন্দারা যেন সরকারি ত্রাণ পান তা দেখা হচ্ছে। ব্লকের বিডিওকেও ঘটনার কথা জানানো হয়েছে।”
আরও পড়ুনঃ অধিকারের জমি ফেরত পেতে থানা ঘেরাও আদিবাসী সম্প্রদায়ের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584