নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
লরির ধাক্কায় আহত টুকটুক চালক-সহ যাত্রী। বৃহস্পতিবার রাত্রি ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলঙ্গী থানার সাহেবরামপুর বাজারে।
জানা গেছে, বহরমপুর-জলঙ্গি রোডের সাহেবরামপুর যাবার মোড়ে জলঙ্গির দিক থেকে বহরমপুরগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে টুকটুককে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় টুকুটুকে থাকা পাঁচযাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন পাঁচ বছরের শিশু আছে।
আরও পড়ুনঃ জঁয়গা সীমান্তে উদ্ধার ড্রাগ,এক মহিলা-সহ ধৃত ৪
স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আহতদের উদ্ধার করে সাদিখাঁড়দিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ক্ষতিগ্রস্ত টুকটুক এবং ঘাতক লরিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ কুকুরের ভয়ে ঘরবন্দি মেদিনীপুর রাজাবাজারের বাসিন্দারা, জখম ১০
পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা হলেন, সাইনা মোল্লা বয়স (৫), আলকুমা বিবি (৩৩), সেল্টু মন্ডল (৩৬)। আহতরা সকলেই জলঙ্গি থানার অন্তর্গত ঘোষপাড়া পঞ্চায়েতের ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, লরিটি আগের অ্যাকসিডেন্ট করে বেপরোয়াভাবে পালিয়ে যাওয়ার পথেই ফের ধাক্কা মারে টুকটুকটিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584