তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত শ্বাস পাড়া গ্রামের সোমবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিবাদের জেরে মারামারির ঘটনায় আহত হলেন একজন মহিলা সহ মোট ৩ জন। আহতদের নাম মতিউর রহমান (৬৫), শাহানারা বেগম (৫৫), রজব আলী (৩৫) বাড়ি কান্দি থানার অন্তর্গত শ্বাস পাড়া গ্রামে।
আরও পড়ুনঃ বুলডোজারই কি যোগী প্রশাসনের বিচার প্রক্রিয়া! প্রশ্ন দেশ জুড়ে
জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে সফল আলী, তাহের আলী, তাজমল আলী, আহমেদ সেখ, রাজেশ শেখরা ওই গ্রামের বাসিন্দা মতিউর রহমান, শাহানারা বেগম ও রজব আলীর উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে একটি জমি সংক্রান্ত বিবাদ গ্রামের দুই পরিবারের মধ্যে চলছিল আর সেই বিবাদের জেরে সোমবারের দিন সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত তিনজনকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584