নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত কেশপুর। সংঘর্ষের ঘটনায় জখম ৩ জন তৃণমূল কর্মী। অভিযোগের তির বিজেপির দিকে।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কেশপুরের চরকা গ্রামে একুশে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে শহিদ বেদী তৈরি করছিল তৃণমূল কর্মীরা। তখন পুলিশের সামনেই বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে বিজেপির লোকেরা। ওই ঘটনায় আহত হয় তিন জন তৃণমূল কর্মী।
আহতদের ভর্তি করানো হয়েছে কেশপুর গ্রামীণ হাসপাতালে। এদের মধ্যে আহাদ আলি নামে এক তৃণমূল কর্মীর আঘাত গুরুতর হওয়ার কারণে ইতিমধ্যেই তাকে কেশপুর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এর আগে কেশপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ শান্তিনিকেতনে গাড়িতে বিস্ফোরণ,এলাকায় চাঞ্চল্য
তৃণমুল জেলা সভাপতি অজিত মাইতির দাবি, বিজেপির থেকে তৃণমূলে যোগদানের হিড়িক দেখে বিজেপি তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সহ সভাপতি অরুপ দাসের দাবি, কেশপুরের প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় পান ও কেশপুরের বিধায়ক শিউলি সাহার অন্তর্দ্বন্দের জেরেই এই ঘটনা।
তৃণমূলের তরফে কেশপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তা সত্ত্বেও ওই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584