কোচবিহারে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে আহত ৩

0
36

মনিরুল হক,কোচবিহারঃ

কলেজ চত্বরে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মিছিলের উপড়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

আহত ছাত্র।নিজস্ব চিত্র

আজ দুপুরে কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাট কলেজে ওই ঘটনা ঘটেছে।ওই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর ভাবে জখম হয়েছেন। এদের মধ্যে মাথায় চোট নিয়ে গুরুতর আহত অবস্থায় এবিভিপির সমর্থক দুই ছাত্র কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন দ্বিতীয় বর্ষের ছাত্র এবিভিপির দেওয়ানহাট ইউনিটের সহ সম্পাদক রাজদ্বীপ দে বলেন,“কলেজে আমাদের সংগঠনের একটি মিছিল ছিল।সেই মিছিলের উপড়ে বোমা,লাঠি,ভাঙা মদের বোতল নিয়ে হামলা তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা।

লাঠি দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।” ওই ছাত্র সংগঠনের দেওয়ানহাট ইউনিটের সম্পাদক জয় পাল বলেন, “সব মিলিয়ে মোট ৩ জন এবিভিপি সমর্থক ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আরও পড়ুনঃ কাঁচরাপাড়ায় অটো-মারুতি সংঘর্ষে আহত ১

অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ এবিভিপির ওই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবী, এদিন এবিভিপির সমর্থকরা মিছিল করে এসে তাদের কর্মীদের উপড়ে হামলা চালায়। এতে তাদেরও বেশ কয়েকজন ছাত্র সমর্থক আহত হয়েছেন।

লোকসভা নির্বাচনের পরে দেওয়ানহাট এলাকায় বিজেপি সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে ওঠে। গ্রাম পঞ্চায়েত সদস্যদের অনেকেই তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দেন। কলেজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে বিজেপি।

কিন্তু সম্প্রতি দেওয়ানহাটের রাজনীতির মোড় ঘুরে গিয়ে শক্তিশালী হতে শুরু করে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিজেপিতে যাওয়া গ্রাম পঞ্চায়েত সদস্যদের পড়ায় সকলেই তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন।

এক এক করে কলেজ সহ ওই এলাকার বিভিন্ন ক্ষেত্র গুলোতে তৃণমূল ফের প্রভাব বিস্তার করার চেষ্টা শুরু করেছে। আর এই ক্ষমতা দখলের লড়াইয়ের জেরেই দেওয়ানহাটে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে বলে রাজনৈতিক মহলের ধারনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here