নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এক সাংবাদিককে শারিরীক নিগ্রহের অভিযোগে তিনজন সুপারি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। চার দিন আগে ওই সাংবাদিক জাল নোট চক্রে জড়িত সন্দেহে ফালাকাটার এক সুপারি ব্যবসায়ীকে জেরা করে পুলিশ। যদিও ওই ঘটনায় অভিযুক্ত সুপারি ব্যবসায়ীকে পরে ক্লিনচিট দেয় মালদহ জেলা পুলিশ।
সংশ্লিষ্ট সুপারি ব্যবসায়ীকে পুলিশ আটক করার বিষয়ে খবর করেন সাংবাদিক সুকমল ঘোষ। তারপরেই মঙ্গলবার ওই সাংবাদিককে স্থানীয় সুপারি ব্যবসায়ী অফিসে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ।
শুধু তাই নয় প্রচন্ড হেনস্থার পর ওই সাংবাদিককে মারতে মারতে ফালাকাটা থানায় নিয়ে যায় উন্মত্ত সুপারি ব্যবসায়ীরা।সহজেই বিষয়টি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।ওই অত্যাচারের দৃশ্য ভাইরাল হওয়ার পর প্রচন্ড আলোড়ন তৈরি হয় রাজ্য জুড়ে।
আরও পড়ুনঃ দিল্লীতে হিংসার প্রতিবাদে বহরমপুরে কংগ্রেসের মিছিলে হাঁটলেন অধীর
বৃহস্পতিবার ফালাকাটা থানায় অভিযুক্ত ছয় সুপারি ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আক্রান্ত সাংবাদিক সুকমল ঘোষ।
তারপরেই নড়েচড়ে বসে আলিপুরদুয়ার জেলা পুলিশ।অভিযোগ জমা পড়ার এক ঘন্টার মধ্যে অভিযুক্ত তিন সুপারি ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
সাংবাদিককে আক্রমণের প্রতিবাদে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সাংবাদিকরা ফালাকাটায় মিলিত হয়ে একটি প্রতিবাদ মিছিলে সামিল হন।আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন “অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছি। কাউকে রেয়াত করা হবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584